প্রিয় সূর্যাস্ত এবং সূর্যোদয় এক হয়ে গেছে;
বেঁচে থাকার বিস্ময়ে আজ কাঁদি সহজ আনন্দে।
মানুষের ইতিহাসে এমন দুর্যোগকাল
কখনো দেখেনি কেউ।
কর্মময় চৈতন্যের অভ্যন্তরে মানসিক চাপে
ম্রিয়মাণ রক্ত স্নায়ু, দিনরাত শান্তি খুঁজে ফিরে।


উদ্দাম স্বেদাক্ত নৃত্যে কোন একদিন
গ্রামে গঞ্জে শহরের ঊর্মিল হাওয়ায়
ভেসে যেতো জীবনের কতশত রঙিন বিস্ময়!
আজ সবকিছু একাকার হয়ে গেছে
সকাল দুপুর সন্ধ্যা,
রাত আর দিন বিষাদে বৈষম্যহীন;
যেনো পার্থক্য ছিলো না কখনোই কোন কালে।
মানবিক বেদনার এ সকল করুণ কাহিনী
বিস্ময়ের ঝর্ণা হয়ে অবিরাম বয়ে যায় শুধু।


১১/০৫/২০২০
মিরপুর, ঢাকা।