সে পশুটা কাছেই ছিলো ঢাকনা দেওয়া পাত্রে,
তোলপাড়ে সে গোঙাচ্ছিলো নিকষ আঁধার রাত্রে।
নিজেকে সে চেয়েছিলো রাখতে যে সংযত,
ভষ্ম চাপা দিয়েছিলো দুঃখ ছিলো যতো।
বিস্ময়কর সেই পশুটা ছিলো যে ক্ষুধার্ত,
পশুর জন্য তুমিও কি হলে ভীষণ আর্ত?
হাস্য দিয়ে জাগিয়ে দিলে ক্ষুধার্ত সে ছাগ,
তোমার পরশ প্রাচুর্যতায় ছাগলটা হয় বাঘ।


এক কামড়েই খেয়ে নিলো রান্নাবান্না যতো,
প্রবাহিত জিহ্বায় চেটে শীতল করলে ক্ষত।
সেই পশুটা শান্ত হলো, তোমার কেনা দাস!
সম্পর্কের উষ্ণতায় দাও খড়-বিছালি ঘাস।
ক্ষুধার্ত সে ছাগলটা আজ মানে না আর ছন্দ,
হালুম করে ঝাপিয়ে পড়ে একটু পেলেই রন্ধ্র।


১০/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।