পৃথিবীতে
সঠিক বন্ধু যায় যে চেনা দুঃখ-বিপদ কালে;
অন্যেরা সব ওঁৎ পেতে রয় স্বার্থবাদের তালে।
তুমি জেনো,
বিপদকালে শত্রু যারা, বন্ধু হয় না তারা,
সুযোগ পেলেই দেখাতে চায় 'অরজিনাল' চেহারা!
স্বাধীন এই
বাংলাদেশের মুক্তিযুদ্ধে, বন্ধু যারা ছিলো,
তাদের মাঝে ভাবাদর্শে আছে অনেক মিলও।
বিশ্বাঙ্গনে
বর্তমানে অর্থনীতির মোড়ল যারা ভাবে,
অন্য দেশের সাথে তারা থাকে না সদ্ভাবে।
ধনতন্ত্রের
অর্থনীতির পুরোধা দেশ বন্ধু হলে ভবে;
নিশ্চয় রাজ-অর্থনীতি ক্রমেই ধ্বংস হবে।
কারণ, সে তো
বন্ধু সেজে বুকে নিয়ে পিঠে মারে ছুরি,
মধুর কথা শোনালেও, অন্তরে চাতুরি!
মোড়ল! তোমার
ছলাকলা, ধূর্তামিও বুঝে গেছি সব,
স্বার্থ ক্ষুন্ন হলেই করো হত্যারই উৎসব!


২৭/১২/২০২২
মিরপুর, ঢাকা।