আগামী মৃত্যুর পরে মুনকির-নকির
কতোশত প্রশ্ন নিয়ে কবরের দেশে,
দুঃস্বপ্নকে সঙ্গী করে, হবে রে হাজির;
নিরবতা ভেঙে ফেলে বলবে অবশেষে-
বলো, কে তোমার রব? দীন কি? নবী কে?
বিভ্রান্তিতে পড়ে যাবে বিচ্ছিন্ন মানুষ,
ভাগ্যের কঠিন দ্বারে মাথা কুটে মরে;
সে সকল ফেরেস্তারা খায় না যে ঘুষ!


জ্ঞান-বীজ রোয়ো তুমি সঠিক সময়ে,  
জেনো, জ্ঞান সর্বময় উপকারী বন্ধু;
আগামীকালের ভয়ে বিহ্বল নহে সে,
যখন বিভ্রান্তি এসে কাঁদাবেই শুধু।
দুঃস্বপ্নের ফেরেস্তারা স্বপ্নে বারংবার
আসে; তবুও কাটে না বিভ্রান্তি আমার!


১৮/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।