এখানে আজ দেখছি রে ভাই, সবাই যে তটস্থ!
কাজের শেষেও বসে থাকে সূর্য গেলেও অস্ত।
কথা বলা, চলা ফেরা চলছে খুব সাবধানে,
প্রয়োজনের কথাগুলো বলছে কানে কানে।
কথায় শেষে হাসি দেবে কারোর সাহস নাই,
শুধুই 'বস'-এর কথাগুলো হবে রে বাজখাঁই।
তিনিই শুধু কথা মালা গড়বেন সারাদিন-
তিনিই হলেন উচ্চ ঘরের আর সব অর্বাচীন!
চোখ ঘোরায়ে, মুখ বাঁকায়ে বলেন কতো কথা,
অন্য সকল বলেন যাহা শুধুই বাতুলতা।
সবার মাথায় ঘুরপাক খায় জুজুবুড়ির ভয়,
এ ভাবনাটা নয়তো ভালো, জানিও নিশ্চয়।
'বয়লিং ফ্রগ সিণ্ড্রোম' জেনো বড়োই ভয়ঙ্কর!
একবার যদি মাথায় ঢুকে কাঁদবে জীবনভর।
সিদ্ধ হওয়ার চেয়ে আগে লম্ফ দিয়ে বাঁচো,
আপন মনে গীত গাও আর নিজের মতো নাচো।


৩০/০১/২০১৮
মিরপুর ক্যাণ্টনমেণ্ট, ঢাকা।