একটি সন্তানের জন্য বুকের ভেতরে
কী দারুণ হাহাকার! ভুক্তভোগী জানে।
কবিরাজ, নামী-দামি তুখোড় ডাক্তার,
ঝাড়ফুঁক, পানি-পড়া, তাবিজতুমার,
ফকির-মৌলভি, কতো কিছু করে যায়,
নিরন্তর অবিকার। একটি সন্তানের
জন্য তাঁদের অন্তর অনন্ত দুঃখের
নদীজল হয়ে অশ্রু ঝরে অবিরাম।


অন্যদিকে দেখি, সাময়িক আনন্দের
খেসারতে, পৃথিবীতে মানবশিশুর
জন্ম হয়। অতঃপর, সামাজিকভাবে
দায়মুক্ত হতে, রাত্রির আঁধারে একে
ডাস্টবিনে ফেলে আসে। পরিত্যক্ত শিশু
জড়বস্তুর মতোন; বড় নিদারুণ!


২৮/০১/২০২১
মিরপুর, ঢাকা।