দামী অলঙ্কার পেয়েও হয় না খুশি
কেউ; ক্রমে চাহিদার পারদ উপরে
উঠে। এ পার্থিব  আনন্দের মাপকাঠি
কভু সেখানে পৌঁছতে পারে না সহজে।
অতৃপ্তের মন নিয়ে দুজনের মাঝে
দূরত্বের সীমা, পরিসীমা বেড়ে যায়।
শত রাগ-অভিমান বাষ্পের মতোন
ফুলেফেঁপে উঠে দুজনের চেতনায়।


আবার, একখানা তাঁতের শাড়ি পেয়ে
কেউ কেউ বারবার তার গন্ধ শুঁকে;
চোখ বন্ধ করে সুখ অনুভব করে।
সে মানুষটির লোমশ বুকের উপরে
মুখ রাখে তৃপ্তির নিশ্বাসে; বিড়ালের
মতো নাক ঘসে অবিরাম নিরন্তর।


২৮/০১/২০২১
মিরপুর, ঢাকা।