দামি খাটের নরম বিছানায় শুয়ে
মুঠো মুঠো সিডাকসিন খাওয়ার পরও
ঘুমের জন্য হাপিত্যেশ করছে কেহ।
ঘুমের পরশ যেন সোনার হরিণ;
দুর্লভ এ পৃথিবীতে। নিশ্চিন্ত ঘুমের
জন্য অকাতরে দান করে দিতে পারে
অর্জিত সমস্ত ধন। দুঃসহ বেদনা
খেলা করে যায় ঘুমহীন চেতনায়।


অথচ, অপরদিকে কারো কারো মন
শোকাহত নয় কোন; কর্মক্লান্ত দেহ
এলিয়ে দিলে, ঘুমেরা দিবসের শেষে
সদলবলে হাজির। গাছের ছায়ায়
উন্মুক্ত বাতাসে নিশ্চিন্তে গুমোয় তারা;
ঘুম যেন শিশুদের কাদামাটি খেলা।


২৮/০১/২০২১
মিরপুর, ঢাকা।