কারোর ঘরের পড়ার টেবিলে, সেল্ফে,
দেশি ও বিদেশি দামি দামি বই দেখি;
সাজানো গোছানো থাকে। এটা তার কাছে
সামাজিক স্ট্যাটাস মেইনটেইন করার
মতো ব্যাপার-স্যাপার। দুর্লভ পুস্তকে
তার ড্রয়িংরুম সাজিয়ে গুছিয়ে রাখে
সে সকল বই দিয়ে। ব্যস্ততার জন্য
পড়া হয় না; অথবা ইচ্ছে করে না।


অন্যদিকে, কেউ বই পড়ার নেশায়,
সস্তা কেনার আশায়, কতো ফুটপাতে,
পুরোনো বইয়ের দোকানে, নিউ মার্কেটে,
নীলক্ষেতে, প্রজন্ম চত্বরে চষে যায়!
পকেট উজার করে পছন্দের বই
কিনে তৃপ্তির আস্বাদ অনুভব করে।


২৮/০১/২০২১
মিরপুর, ঢাকা।