বিলাস বহুল দামি গাড়ির ভেতরে
বসে, কেউ ভাবে ভীষণ চিন্তিত হয়ে;
এতো সম্পত্তি, সম্পদ, গাড়িবাড়ি, অর্থ,
ব্যাংক ব্যালেন্স, ইত্যাদি যতো করে গেছি;
সন্তানেরা ঠিকমতো রাখতে পারবে কি?
সন্তানগুলো আজো যে মানুষ হলো না;
তারা সারাক্ষণ ব্যাস্ত অর্থের নেশায়,
আফসোস ছাড়া আর কিছুই দেখি না!


অথচ, আরেকজন ফুটপাত দিয়ে
হাঁটতে হাঁটতে ভাবে, তৃপ্তির আনন্দে;
হে প্রভু! সন্তান দুটো মানুষ করেছো।
এখন ওদের জীবন, ওরা নিজেরা
গুছিয়ে নিতে পারবে। এবার নিশ্চিন্তে
তোমার আহ্বানে চলে আসতে পারবো।


নানান রঙের মানুষ এ পৃথিবীতে।
তারা নানান রঙের ঘুড়ির মতোন
আকাশে উড়ে বেড়ায় বৈপরীত্য নিয়ে;
কিন্তু, সুখ ও অসুখ পাশাপাশি চলে।


২৮/০১/২০২১
মিরপুর, ঢাকা।