ফিনকিফোটা জোছনায় ঢেকে আছে সমস্ত প্রান্তর।
আমার নিঃসঙ্গ মন খুঁজে ফেরে নির্দিষ্ট নায়িকা!
অনন্ত সুন্দর নারী, চারুময়, দুরন্ত গায়িকা,
অলৌকিক অভিসারে সিক্ত করতে বিরহী অন্তর।
আকাশে চাঁদের আলো, অসামান্য অভিসার তিথি;
গন্ধবিধুর বাতাস বহমান- বসন্ত জাগ্রত;
আনন্দ পিয়াসী মন একাকী, বিষন্ন, অনাদৃত;
চারিদিকে ঘনশ্যাম পাহাড়িয়া ঝিরি, বনবিথী।


অসুস্থ ঈগল আমি উর্ধ্বপানে নীলিমায় চেয়ে
আকাশের তারা গুণি, আততায়ী রাতের গভীরে;
নিচে টলমল নদী বয়ে যায় নিস্তরঙ্গে, ধীরে;
প্রেমের সাম্পান বাই চির-বিরহের গীত গেয়ে।
বৈরাগ্যের অনুরাগ এক অদৃষ্টের হাতে লেখা!
অনেক শতাব্দি ধরে অভিমানে পথ চলি একা।


০৭/১০/২০২২
সাজেক ভ্যালি,
খাগড়াছড়ি।