ঝড়ের বাতাস উঠবে কবে সাগর জলের মোহনাতে,
ভাঙতে সকল স্বার্থপরের লোভ-অসূয়া মর্ত্যলোকের?
আকাশপাতাল উথালপাথাল তুমুল ঝড়ের অপেক্ষাতে
বসে আছি সাহস নিয়ে ছিঁড়তে লাগাম মন্দলোকের।
ফসল ক্ষেতে এখন যারা চাষ করে যায় বারুদ-কণা,
তাদের আগাম খবর দিলাম জীবন নিয়ে হিসাব করুন।
ছিঁড়বো মুখোশ তুমুল রণে আনবো আশীবিষের ফণা,
বাঁচতে হলে সুস্থভাবে ভালোবেসে মানুষ ধরুন।


তরুণেরা নামবে পথে মশাল জ্বেলে অন্ধকারে,
কৃষক-শ্রমিক, কামার-কুমোর, চাকরিজীবী, বৃদ্ধ-যুবা;
সোনার ফসল আনতে ঘরে তারা সকল কর্ম পারে,
সব আগাছা উপড়ে দিবে; বলো, তখন কই পালা'বা?
বজ্রকণ্ঠী চিরতরুণ আলোক রশ্মির শক্তি যিনি,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর বুকের ভেতর আছেন তিনি।


১৬/০১/২০২১
মিরপুর, ঢাকা।