বলতে পারিস,
তোর দুটো হাত ক্যান পারি না ধরতে?
তোর সাথে আর হয় না কেনো প্রেম লেনদেন মর্ত্যে?
তুই কেনো আজ দূরে দূরে থাকিস?
আগের মতোন ভালোবেসে কাছে নাইবা ডাকিস;
তবুও, তোর কথা আমার মনে আছে খুব;
এতো বছর পরেও তোরে দেখলে হই নিশ্চুপ।
তোর চোখের সেই শাসন করার অগ্নিঝরা ছল,
কেউ করে না তাইতো বুঝি চোখে আসে জল,
গড়িয়ে পড়ে সবার অগোচরে;
একলা ঘরে একলা পড়ে থাকি,
দুঃখ ব্যথার ধূসর ছবি আঁকি;
গোপন কথার রঙিন রুমালখানি রাখি থরে থরে।
বলতে পারিস, কেনো এমন হলো?
এ পৃথিবীর মানুষ জীবন ধূসর, এলোমেলো।
যা কিছু চাই মনে,
উল্টোপথে হেঁটে হেঁটে হারিয়ে যায় বনে।


০৭/০১/২০২১
মিরপুর, ঢাকা।