( 'বন্ধু '৮৫' নামে আমাদের একটি সংগঠন আছে। ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা স্নাতকোত্তর ডিগ্রী প্রাপ্ত হয়েছেন, তাদের নিয়ে এই সংগঠন। আজ গুলশান ক্লাবে 'বন্ধু '৮৫'-এর আনন্দ সম্মিলন।)


নেমেছি    নাচতে যখন
আজকে তখন টানবো না আর ঘোমটাখানি।
ভরিয়ে    চিত্তরসে  
রঙ্গ-রসে দোলাবো আজ অঙ্গ সকল, কোমরখানি।


প্রেমেতে    মাতাল হয়ে
বলে কয়ে সুরহারা গান গাইবো আজ
বন্ধুরা    নাচবে যখন
আমি তখন সঙ্গ দেবো রঙ্গরসে ভুলে লাজ।


আনন্দ    নেবো হেসে
ভালোবেসে পরস্পরে অবিরল
আজিকে     মন ময়ূরী
দিচ্ছে তুড়ি নাচবো, যেমন শিবের নৃত্য অবিকল।


চোখেতে    তীব্র আগুন
উষ্ণ ফাগুন জোয়ার আনে চিত্তে আজ
মনেতে     ভালোবাসা
ঘোর হতাশা, দ্বিধা-দ্বন্দ্ব সকল কিছু মিথ্যে আজ।


আঠারো     নভেম্বরে
শুক্রবারে দেখা হবে রে আবার,
হেমন্ত    সন্ধ্যারাতে
তোমার সাথে সময়গুলো কাটবে ভালো চমৎকার!


১৮/১১/২০২২
মিরপুর ঢাকা।