মানব জীবনে সুখী হতে চাও তুমি?
অহংকার ছেড়ে দাও, ভুলো গোয়ার্তমি।
মুখে বেশি কথা বলা করে দাও বন্ধ,
কানে খুব কম শোনো, আঁখি রাখো অন্ধ।
কামনা-বাসনা-রাগ ছেড়ে দাও যদি,
স্বর্গীয় আনন্দধারা বইবে নিরবধি।
ভালোবেসে মানুষেরে বুকে তুলে নাও,
জাগ্রত-ঈশ্বর জ্ঞানে প্রণতি জানাও।
সুখ চাই ভেবে ভেবে হলে পেরেশান,
বৃথা যাবে সবকিছু, হে মনু-সন্তান!
আপনার কর্মফলে সুখ-শান্তি হাসে,
সেই জন সুখি; যারে সবে ভালোবাসে।
বন্ধুর সহিত যার সুসম্পর্ক থাকে,
মর্ত্যলোকে মহাসুখি বলা যায় তাকে।


০৬/১১/২০২২
মিরপুর ঢাকা।