বন্ধুর মুখে চুম্বন দিলে বন্ধু হয় না, বঁধু!
বন্ধু সে জন ভাগ করে নেয় দুঃখগুলোই শুধু।
বন্ধুর পথে বহুদূর যেতে বন্ধু বাড়ায় হাত,
বন্ধুর বুকে অমানিশা ঝড়ে নির্ভয়ে কাটে রাত।
বন্ধু সুজন আঁধারী রাতের পথের নিশানা-আলো,
আপন দহনে আলো জ্বেলে দিয়ে ঘুচায় মনের কালো।
বন্ধুর প্রেম চেতনবিদ্ধ সহজিয়া কোন গান,
বন্ধু করে যে জীবনকে ঘসে দুঃখের অবসান।
শুভ্রতাহীন হয় কোনোদিন বন্ধুর আগমন?
কুজন বন্ধু টেনে আনে সদা অগণন ক্রন্দন।
আমার বন্ধু আমারই প্রেম চেতনবিদ্ধ রাগ,
বন্ধুর ছায়া নিয়ত বাড়ায় চিত্তের অনুরাগ।
আকাশের তারা এক সুঁতে গেঁথে বন্ধুর গলে রাখি,
বন্ধু আমার প্রেম ও মদিরা, বন্ধু আমার সাকী।
জীবনের সব দুঃখকে মথে যতটুকু সুধা পাই,
বন্ধুর সাথে মিলেমিশে আমি সবটুকু চেখে যাই।
আমার আমিকে বন্ধুর হাতে দিয়ে হই নির্ভার,
বন্ধু আমার শুদ্ধ চেতন অরূপ চমৎকার।