বড্ডো ভালো লাগতেছে রে,
      বড্ডো ভালো লাগতেছে;
মনের ভেতর আনন্দতার
      তুমুল জোয়ার জাগতেছে।
অতীত কথা ভুলে গিয়ে
      আয় রে সবাই ধরি হাত,
হিংসা-বিদ্বেষ, অপূর্ণতা
      হয়ে যাবে কুপোকাত।
একটি ছাতার ডাণ্ডা ধরে
      আড্ডা হবে একসাথে,
বন্ধুত্বের সম্পর্কটা
      রাখবো চেপে দুই হাতে।
ভ্রষ্ট পথে যাবো না আর
      নষ্টজনের মননে,
কষ্ট করে রাখবো ধরে
      ভালোবাসা এ মনে।
ঝড়ের শেষে স্নিগ্ধ হয় রে
      প্রকৃতির রূপ দেখতে পাই,
বন্ধু পঁচাশির বেলাতে
      তেমন হলো দেখছি তাই।
আটাশ জানুয়ারির দিনে
      ভুলে যাবো সব কথা,
ভালোবাসায় বুকে নেবো
      হবে না তার অন্যথা।


      হা হা হা হাহ!
হাস্য মুখে বলো সবাই,
বা বা বা বাহ।


২৫/০১/২০২৩
মিরপুর, ঢাকা।