বন্ধুর সাথে বন্ধুর পথে হেঁটে চলি বহুদূর,
বন্ধুর কথা বাড়ায় মমতা কানে বাজে সুমধুর।
চঞ্চল মন শুধু অকারণ বাড়ায় যে জটিলতা,
বন্ধুরা এসে বিপুল হরষে দূর করে আবিলতা।
বন্ধু আমার বড় সুকুমার অতীত দিনের স্মৃতি,
বন্ধুর তরে মৃত অন্তরে বেজে উঠে প্রেমগীতি।
বন্ধু যখন হাসে অকারণ একথা সেকথা লয়ে,
অমরাবতীর পবিত্র নদী ঢেউ তুলে যায় বয়ে।


আবিলতাহীন সম্পর্কের বন্ধুরা আজ কই?
এসো, নাচি গাই খাইদাই আর করে যাই হইচই।
পুরাতন প্রেম নবীন আলোকে আলোকিত হোক আজ,
ভুলে সব রোষ জাগুক আবার জীবনের কারুকাজ।
পড়ন্ত বেলা, খুনসুটি খেলা সব কিছু দূরে ফেলে,
উড়বো আকাশে প্রেমের বাতাসে পাখিদের পাখা মেলে।


১৫/১১/২০২২
মিরপুর ঢাকা।