জীবন চলার পথে মানুষের সাথে
আমাদের পরিচয় ঘটে। এখানে সেখানে-
স্কুলে মক্তবে কলেজে ইউনিভার্সিটিতে
সমাজের বিভিন্ন বিচিত্র কর্মক্ষেত্রে;
পরস্পর বন্ধুত্বের শিকলে গ্রন্থিত হই।
বন্ধুত্ব আশ্চর্য এক অলৌকিক আলোর ফোয়ারা,
আলোকিত করে তোলে জীবনের পথ।
রাতের গহীন অন্ধকারে সকল দুর্গম পথে
বিশ্বস্ত বন্ধুর সাথে একসঙ্গে হাঁটা,
একাকী হাঁটার চেয়ে অধিক উত্তম।
একজন সত্যিকারের বন্ধু কখনো ক্ষুব্ধ হয় না
তার বন্ধুর প্রসঙ্গহীন কথা-বার্তায়, আচরণে;
তুচ্ছ ঘটনায় প্রাণের বন্ধুকে ত্যাগ করে না সে।


যতক্ষণ একজন প্রকৃত বন্ধু
তোমার পাশে থাকে,
ততক্ষণ পৃথিবীতে বেঁচে থাকার আশা করো;
কারন, বন্ধুই জীবনকে আলোকিত করে।
একজন ভালো বন্ধু একটি লাইব্রেরীর চেয়েও উত্তম।


পৃথিবীতে আমাদের স্বভাব চরিত্র
আত্মীয়-স্বজন,সঙ্গীদের দ্বারা প্রভাবিত হয়।
আত্মীয়তার সম্পর্ক অদৃশ্য নিয়তি নির্ধারণ করে;
কিন্তু আমরা নিজেরাই বেছে নেই আমাদের বন্ধুকে।
তাই, প্রকৃতির সর্বশ্রেষ্ঠ এ সৃষ্টিকে
নির্বাচনে আমাদেরকে সতর্ক হতে হয়।
বন্ধু যেনো নূতন মাটির পাতিলের মতো
বেছে নিতে হয় অনেকগুলো পাতিল পরীক্ষা করে।


পৃথিবীতে নতুনকে উৎকৃষ্ট মনে হয়,
অথচ, বন্ধুত্ব যতো পুরাতন, ততো উৎকৃষ্ট।
একজন পুরোনো বন্ধুর দর্পণে ভেসে উঠে
আমাদের দোষগুলো,
বন্ধু যেনো জীবনের জীবন্ত আয়না।


যে বন্ধু তার বন্ধুকে ইচ্ছাকৃতভাবে
ঠকানোর চিন্তা করে, অপবাদ দেয়, অবহেলা করে;
সে তার আল্লাহকেও ঠকাতে পারে।
বন্ধুত্ব হলো, এমন একটি অলৌকিক নির্যাস,
যা, এলোমেলো জীবনকে গ্রন্থিত করে সুদৃঢ় চেতনায়।


১৯/১১/২০২০
মিরপুর, ঢাকা।