বন্ধু! আমি কখনো ভাবিনি
এইভাবে অনুভব করবো তোমাকে;
আমি যতোদূর উদ্বিগ্ন তোমার জন্য,
ততোটুকু আনন্দিত তোমারই আনন্দ-বার্তায়;
জানি, সবটুকু বলার সুযোগ এখনো হয়নি।


আমি বিশ্বাস করি যে,
এই আমি তোমাকে অনেক ভালোবাসি।
যদি আমাদেরকে কখনো দূরে যেতে হয়;
তাহলে, একবার চোখ বন্ধ করে দেখো,
আজকে যেভাবে পরস্পর অনুভব করি;
চেষ্টা করে দেখো,
অতীতে এরচে' বেশি অনুভব করতাম কি না!


বন্ধু, এবার হাসতে থাকো,
এবার জ্বলতে থাকো প্রাণের উচ্ছ্বাসে।
আমার উপর তুমি নির্ভর করতে পারো
এবং নিশ্চিতভাবে বিশ্বাস করতো পারো।
বন্ধু, তুমি মনে রেখো,
ভালো বন্ধুরা সর্বদা একসাথে থাকে।
তারা একসঙ্গে থাকে পরস্পর
ভালো সময়ের জন্য
এবং খারাপ সময়ের জন্য।
তাইতো, আমরা চিরকাল পরস্পরের পক্ষে থাকবো;
পরস্পর হাত ধরে সামনে এগিয়ে যাবো।
বন্ধুত্ব চিরকালের
বন্ধুরা এমনই হয়ে থাকে
এবং বন্ধুরা চিরকাল একসাথে রয়।


১০/০৩/২০২১
মিরপুর, ঢাকা।