বঙ্গবন্ধুর সোনার দেশে
        পাগলের খেলা।
হাজার রকম পাগল এসে
        মিলাইছে মেলা॥


শ্যামল সবুজ আলোর দেশে
হরেক রকম পাগল এসে
কেউ দাঁড়িয়ে, কেউবা বসে
        নাচে একেলা॥


কেউবা নাচে কড়ির আশায়
আবার কেউবা নারীর নেশায়
কেউবা আবার সম্পদ চায়
        হয়ে উতলা॥


কেউবা যে রাজনীতি করে
ক্ষমতারই রজ্জু ধরে
যে জন পড়ে তারই ফেরে
        বাড়ে তার জ্বালা॥


কবীর বলে, দেশবাসী!
ছিঁড়ে ফেলো সকল রশি
মরণ বরণ সর্বনাশী
        ধরো এই বেলা॥


২৭/০৮/২০২০
মিরপুর, ঢাকা।
(গীতি কবিতা)