(ছড়া-কবিতা)


বন্যাজলে ভাসছে মানুষ, গরু-ছাগল, বসত ঘর,
ভাসছে ফসল, হাট ও বাজার- কাঁদছে মানুষ নিরন্তর।
নেইকো খাবার ভীষণ ক্ষুধা, পাই না যে আর কোন ত্রাণ,
ছাওয়াল পাওয়াল কাঁদছে শুধু, কি করে পাই পরিত্রাণ?


ফটো তোলার যন্ত্র নিয়ে আসছে কত, হই উন্মুখ,
ত্রাণের চেয়ে ছবি বেশি, যেন তাদের বন্যা-সুখ!
ভাবনাতে আজ আগুন জ্বলে, নেভাবো তা' কোন জলে?
জলের উপর জীবনযাপন, বাঁঁচবো গো কী কৌশলে?


ফটো তোলা বাবু-সাহেব! শুনছো আমার কান্না-সুর?
পেটের ভেতর অগ্নিগিরি, চোখের মাঝে সমুদ্দুর।
কাছে এসে ভালোবেসে দাও না দু'টো ভাত-কাপড়।
অনাহারে প্রাণ বাঁচে না, এর নামই কি মন্বন্তর!


২৮/০৮/২০১৭
মিরপুর, ঢাকা।