গোয়াল ঘরের অন্ধকারে নেমে আসো, হে উজ্জ্বলতর
তারা! সরাতে এ ভূবনের অন্ধকার, মানুষের মাঝে
মানুষের রূপ ধরে। অলকানন্দার পস্রবন আনো
ধরণীর মাঝে অলৌকিক স্পর্শে- ঈশ্বরের মহিমায়।
জঞ্জাল বাড়ায় ক্ষত মানুষের মাঝে নিত্যনব কাজে;
স্তুপে স্তুপে জঞ্জাল সরাতে এ জগতে এলে শুদ্ধপ্রাণ
তুমি। পুঙ্গবেরা আলোকের পথ ছেড়ে গহীন আঁধারে-
আশঙ্কার নিরুদ্দিষ্ট স্থানে নিয়ে যায় গোলাপের ঝাড়।


সম্প্রীতির চন্দ্রাতপ অসুরেরা ক্রশে বিদ্ধ করে
কাঁটার মুকুট শিরে লটকিয়ে দেয় চৌরাস্তার মোড়ে,
সুন্দরেরা অসহায়, সম্ভ্রম লুটের আগেই পালাও;
অন্তর্ধান হও অনেক আলোর অস্তিত্বের অন্ধকারে ।
ভাঙ্গাচোরা স্বপ্ন পূর্বপুরুষের মৃত্তিকায় রোপনের
প্রত্যাশায়, ভালোবাসা রাখি অসহায় মানুষের প্রতি।


২৫/১২/২০১৭
মিরপুর, ঢাকা।