বর্ষা এলো নদীর জলে কলকলিয়ে ছন্দ-চালে
মাঠে-ঘাটে দূর্বাঘাসে গানের সুরে বাঁশের ঝাড়ে;
বর্ষা এলো গাছের পাতায় আন্দোলিত বৃষ্টি-তালে
টগবগিয়ে মেঘের ঘোড়ায় শিউলিতলায় পুকুর-পাড়ে।


বর্ষা এলো কিশোর মনে বৃষ্টি মেখে আদুল গায়ে
পল্লবিত আমের বনে সঞ্চারিত নতুন গানে;
বর্ষা এলো কদম ডালে হিল্লোলিত নগ্ন পায়ে
রূপবিলাসী কবির মনে আকাশতলে হ্যাঁচকা টানে।


বর্ষা এলো পাহাড় চূড়ায় গড়গড়িয়ে ঝর্ণা হয়ে
রামধনুতে রঙ মাখিয়ে শিশুর প্রাণে ফুলে ফুলে;
বর্ষা এলো মঞ্জরিত নাচের তালে সব হৃদয়ে
রুক্ষমাটির মুগ্ধ মনে রুদ্ধদ্বারের আগল খুলে।


বর্ষা এলো ধানের ক্ষেতে সবুজ বনে ঢেউ ছড়িয়ে
চাষির মুখে হাসি তুলে খুশির বানে নেচে নেচে;
বর্ষা এলো দূর আকাশে মেঘের পালের নৌকা নিয়ে
আদ্যিকালের বৃষ্টি নিয়ে আনন্দে তাই আছি বেঁচে।


বর্ষা এলো বর্ষা এলো কোথায় সবাই গেলি রে,
আয়রে সকল কিশোরের দল লাই-ভুরানি খেলি রে।  


১৫/০৬/২০২০
মিরপুর, ঢাকা।