যখন ছিলো না কাগজ-কলম প্রেমের কবিতা লিখতে,
তখন আকাশে কবিরা লিখতো বর্ষায় কিংবা শীতে।
কবির কবিতা ভালোবাসা তার- বর্ষা-জলের বৃষ্টি,
অমর প্রেমের কবিতাসমূহ আকাশে হয়েছে সৃষ্টি।


আজি এ বাদলে ভরেছে আকাশ একা রই আমি কিভাবে?
বাদলের দিনে আনচান প্রাণ ভাবছি প্রিয়তি কি চাবে?
বর্ষার জলে কান্নার সুর, অতল শূন্যতায়
একঘেয়ে বাজে, বুকের ভেতরে হাহাকার করে যায়।


বাদল ঝরেছে কাঁদেনিকো প্রাণ বৃষ্টিজলের ভিড়েতে,
বিরহ ব্যথার মুরালী বাজেনি জীবন নদীর তীরেতে;
এমন কবির দেখা পাবে নাকো, জেনে রেখো তুমি, প্রিয়তি!
'এমনই দিনে তারে মনে পড়ে', এই বলে এলে কি ক্ষতি?


০৪/০৭/২০১৮
মিরপুর, ঢাকা।