তোমার রূপ মাধুরী বসন্ত সৌন্দর্য
যেন, মাদকতা নিয়ে বিকশিত হয়
বৃক্ষের অঙ্গন জুড়ে; বিলোল স্পন্দনে
বিশ্ব-চরাচরে মাধুরিমা ছড়াতেছে
শীতের পাণ্ডুর চোখে। সহসা ঝিলিক
দিয়ে উঠে সোনারঙ, অপার মহিমা-
প্রকৃতির নিটোলতা নরম শরীরে
কী দারুণ ছন্দ জাগে- বিমুগ্ধ কবিতা!


তোমাকে পাঠে মজেছি, অনন্য কবির
অমৃত-স্বাদের কাব্য, ছন্দবদ্ধ সুরে;
কেঁপে কেঁপে ওঠো তুমি অমর্ত্য বালিকা
আদমের ছোঁয়া পেয়ে স্বর্গের উদ্যানে।
অমরত্বের নেশায় অরূপ সৌন্দর্য
চেখে যাই সন্তর্পণে নীরবে নিশিতে।  


০৭/১১/২০১৮
মিরপুর, ঢাকা।