উদাস হাওয়ায় পাল তোলে আজ প্রিয়ার কালো চুল,
কর্ণেতে তার দে দোল দুলে কৃষ্ণচূড়ার ফুল।
কণ্ঠে গাঁদা ফুলের মালা দোলছে অবিরত,
ফুল দিয়ে তার চুল সাজালো রাজকন্যার মতো।
বসন্ত-রূপ পড়ছে ঝরে সারা অঙ্গ জুড়ে,
উতলা মন হাত ধরে তার ঘর ছেড়ে যায় দূরে।
নবনীতার শরীর জুড়ে শিউলি-বকুল গন্ধ,
বসন্ত দিন সকল প্রাণে ছড়ায় যে আনন্দ।
ভালোবাসার বারান্দাতে নামে আলোর রাশি,
এমন দিনেই যায় বলা যায়, 'তোমায় ভালোবাসি'।


১৪/০২/২০২০
মিরপুর, ঢাকা।