পালিয়ে গিয়েছে দূরে বসন্তের পলাশের রঙ!
অথচ, এখনো আছি একাকী, তোমার অপেক্ষায়
প্রিয়। খণ্ড-ত-এর মতোন বাঁকানো শরীরে ঢঙ
করে দাঁড়াই, তোমার নরম আঙুলের স্পর্শের আশায়।
মরচে ধরে হৃদয়ে, শরীরে এবং ভাবনায়;
রক্তের কণার মধ্যে আরতো জাগে না ঘুর্ণিত উত্তাপ;
পলিপরা মৃত সময়ের নদী ধীরে ধীরে বয়ে যায়।
তবুও যে, অপেক্ষায় থাকি- কী অদ্ভুত অভিশাপ!


সার্থক পরাগায়নে ফুল থেকে ফলের উদ্গম হবে;
অথচ, আমার কিছুই হলো না; না ফুল, না ফল।
জরাজীর্ণ বৃক্ষের তলায় খুঁজছি তোমাকে; সম্ভব-অসম্ভবে
জীবনের ছায়া হয়ে ঝরে যাবে নিরন্তর, অনর্গল।
বসন্ত এসেছে আজ কোকিলেরা বলে যায় গানে গানে,
কিন্তু, বসন্তের রঙ জ্বলে যায় জীবনের ধূসর আখ্যানে।


১৩/০২/২০২২
মিরপুর, ঢাকা।