বউ হলো রে সোনার খাঁচা
      মজবুত আর নরম,
চাঁদের মতো স্নিগ্ধ আবার
      সূরের লাহান গরম।


বউয়ের খাঁচায় ঢুকতে সবাই
      ঘোঁৎঘোঁৎ ঘোঁৎ করে,
ঢুকলে আবার পাগল হয়ে
      আসতে চায় বাহিরে।


বউ যে দিল্লিকা লাড্ডু
      যা খেলে পস্তায়,
না খেলেও আফসোসে যে
      ভোগে রে শেষটায়।


বউ নেবো না ঘরেতে আর
      একলা আছি বেশ,
কিন্তু ঘরে না থাকলে সে
      এক্কেবারেই শেষ!


বউ গেলে রে বাপের বাড়ি
      স্বাধীনতা পাই,
খাওয়ার কষ্ট যদিও বাড়ে
      কমে যায় চিকনাই।


বউ হলো যে মন্দের ভালো
      নাহি ছাড়া যায়,
একবার ঘাড়ে বসলে সে তো
      কলজে ভেজে খায়!


০৮/০৬/২০২১
মিরপুর, ঢাকা। ।