বৃক্ষ হতে চাই না জীবনে, ঘাস হতে চাই।
ঘাসের মতোন জড়াজড়ি করে
একাকার হয়ে মিলেমিশে বাঁচতে চাই।
যদি বৃক্ষ হই পৃথিবীর বুকে,
ঘাসেদের ন্যায় অন্যান্য অনন্য মানুষেরা
ঘাড় উচু করে চেয়ে রবে; আর,
কণ্ঠহাড়ে ব্যথা জমে জমে তীব্র ভারী হলে,
বিষাক্ত অভিশাপের বাণী ছুঁড়ে দেবে;
অভিসম্পাতের অগ্নি জ্বালাবে। আমি যে
পুড়ে পুড়ে ছাই হতে চাই না কখনো।
ঘাসের মতোন পেলব শরীর নিয়ে
একাকার হয়ে, অন্য সব ঘাসেদের সাথে
মিলেমিশে গলাগলি করে বসবাস করতে চাই।


আলো প্রতিহত করা বৃক্ষ-ছায়া ঘাসেদের খাদ‌্যপ্রাণ-
আমিষ, প্রোটিন, ভিটামিন শুষে নেয়।
ঘাসেরা ক্রমশ রক্তশূন্যতায় সাদা হতে থাকে,
অভুক্ত-অজীর্ণে শীর্ণ হতে থাকে।
মৃত্যুর পূর্বমুহূর্তে অভিশাপ দিয়ে যায়
সেই সব মহিরুহ বিশাল বৃক্ষকে;
যে আটকিয়ে রেখেছিলো তাদের প্রাণ- সূর্যকে।


৩১/০১/২০১৯
মিরপুর, ঢাকা।