হে প্রিয়তি, অরুন্ধতী!
বৃষ্টি হবে, বৃষ্টি?
আকাশভাঙা আষাঢ়িয়া তুমুল গানের সৃষ্টি।
বৃষ্টি হবে, বৃষ্টি?
দিনের শেষে রাতের বেলায় রিমঝিমিয়ে
একটানা সুর; শান্ত পুকুর ফোঁটায় ফোঁটায়
গল্পকথায় টইটুম্বুর নবতর সৃষ্টি।
বৃষ্টি হবে, বৃষ্টি?
মধ্যরাতের কামিনি ফুল, গন্ধভরা রাত্রিদপুর
নিকষরাতের ঘুমভাঙা সুর,
প্রেমিক মনের কৃষ্টি!
বৃষ্টি হবে, বৃষ্টি?


আমরা দু'জন ধরার মাঝে
সকল কাজে এসো করি, আরেক ভুবন সৃষ্টি।
পরিপক্ক নির্যাসে আজ রূপের বাহার,
মেঘের পাখায় খুব চমৎকার!
প্রাণে প্রাণে নামবে এবার আকাশ ফুঁড়ে
আইলা, সিডর!  জগতজুড়ে
নামবে অনাসৃষ্টি।
বৃষ্টি হবে, বৃষ্টি?


জমিন আমার রুক্ষ্ম এখন তপ্তদুপুর,
দারুণ খরা! মাঠ জুড়ে আজ ফাঁটল ভরা,
চায় সে শৃুধু জলের ধারা
তোমার কাছে, আত্মহারা।
(ওই) স্রষ্টার এই সৃষ্টি-মাঝে তুমিই সেরা সৃষ্টি।
বৃষ্টি হবে, বৃষ্টি?
দাও যদি গো হাত বাড়িয়ে
ছুঁয়ে দেবো নীলের আকাশ;
ছুঁয়ে দেবো শাড়ির আঁচল,
হেমের নোলক, নাকছাবিটা, কোমড়বিছা,
বাজুবন্ধ, সাতনরি হার;
আমি জানি, মর্ত্যলোকে তুমিই অরূপ সৃষ্টি।
অলকপাড়ের কদমতলার বৃষ্টি।
অনন্তকাল যাচ্ছো করে অতুল প্রেমের সৃষ্টি-
তুমুল ঝড়ের বৃষ্টি!
বৃষ্টি হবে, বৃষ্টি?


২৭/০৬/২০১৭
মিরপুর, ঢাকা।