বৃষ্টির মোহময় রিমঝিম বরিষণ,
আবেশের সুরে নাচে মনে আনে শিহরণ।
বহুদূর দেশ থেকে মেঘ-মেয়ে উড়ে আসে,
ঝরঝর বর্ষণে জলধারা হয়ে হাসে।


ঘরবাড়ি স্যাঁতসেঁতে বিষাদের অম্বর,
ঝমঝম বরষায় ভিজে যায় সম্বর।
টলমল জলে ভরে নদ-নদী খাল-বিল,
শাপলার ফুলে ফুলে সারা মাঠ ঝিলমিল।


বাতায়ন পাশে বসে চেয়ে থাকি দূর-দিক,
ভেজা ভেজা পাতাগুলো চকচকে ঝিকমিক।
বিজলীর বালিকারা উঁকি দেয় মাঝে মাঝে,
মনে ভয় জাগে তাই মন নাহি বসে কাজে।


বৃষ্টির শেষ দিকে রামধনু হেসে উঠে,
পেঁজা তুলো মেঘ ভাসে আকাশের করপুটে।
গোধূলির আবিরেতে চেয়ে থাকি খোলা চোখে,
বৃষ্টিই ভালো ছিলো ভাবনাটি বাজে বুকে।


জল ছিলো, ভয় ছিলো, মন ছিলো বৃষ্টিতে,
আশা ছিলো সুরভিত গোলাপের সৃষ্টিতে।
বৃষ্টির বরিষণ আয় নেমে, নেমে আয়,
ফিরে যাই কাদা-জলে স্বপনের দরজায়।


০৫/০৮/২০১৯
মিরপুর, ঢাকা।