বৃষ্টি দেখলে আনন্দেতে পথে নামতে ইচ্ছে করে;
স্নিগ্ধ জলের কোলাহলে কাছেদূরে, আশেপাশে,
আমার দৃষ্টি বৃষ্টি ছাড়া আর কিছুইতো দেখে নারে।


বৃষ্টি এলেই আমার দু'চোখ কাঁদতে চাহে নদীর তীরে;
অশ্রুজলের করুণ রেখা ধুয়ে দিতে বৃষ্টিজলে,
দেখবে না কেউ মর্মমূলে অতৃপ্ততার সেই স্মৃতিরে।


বৃষ্টি পেলেই যখন তখন ভিজতে শরীর ইচ্ছে করে;
শীতল জলের নেশা জাগে তপ্ত বালির সুপ্ত বুকে,
গুপ্ত কানে শুনতে যে পাই মরুভূমির হুতাশ স্বরে।


বৃষ্টি নামলে আমার এ মন করুণভাবে তোমায় যাচে;
উষ্ণ মরুর তপ্তবুকে মরুদ্যানের তৃষ্ণা জাগে,
বৃষ্টিজলের শীতল পরশ নিয়ে তুমি এসো কাছে।


তোমার প্রেমের নিঃশ্বাসের গর্ভেতে আজ জন্মাতে চাই;
তোমার চোখের গভীর খাঁদে চিরতরে হারাতে চাই।


২১/০৪/২০২২
মিরপুর, ঢাকা।