বৃষ্টি এলেই মনে পড়ে তোমার কথা,
বৃষ্টি এলেই বুকে বাজে হাজার ব্যথা।
বৃষ্টি যেন স্মৃতির সুতো, রঙিন ঘুড়ি,
বৃষ্টি যেন হৃদয়-কাটার তীক্ষ্ণ ছুরি।
বৃষ্টিদিনে লুডু খেলা, গল্প বলা,
দু'জন মিলে শাপলা বিলে শালুক তোলা।
হাজার স্মৃতি আঁকা আছে চিত্রপটে,
এতোদিনেও পারিনি যে ভুলতে মোটে।
তোমার গোলাপ ঠোঁটের হাসি আজো দেখি,
তোমার চোখের ভাষায় আজো কাব্য লেখি।
স্বপ্ন-জীবন হারিয়ে গেছে অনেক দূরে,
সঙ্গীহারা কপোত কাঁদে করুণ সুরে।
বৃষ্টি এলেই তোমার কথা মনে পড়ে,
বৃষ্টিদিনে আকাশ থেকে দুঃখ ঝরে।


২৪/১০/২০২২
মিরপুর, ঢাকা।