বুকের মাঝে দুঃখ কান্দে
খেলছে বাইরে হাসির ধারা,
মায়ার মোহে রই যে বেঁচে
এই ধরণী যেন কারা॥


স্ত্রী-পুত্র পরিজনা
কেউতো নয় আপনজনা
মানব জীবন হয় দোটানা
দেখেছে, ভেবেছে যারা॥


কল্পনারই গল্প কথায়
সুখের আবেশ ফোটায় মনে,
ছুঁতে গেলে বাস্তবতায়
ফুল থাকে না কাঁটার বনে।


আপন পথে চল রে, ও মন
করিস না আর মায়ার ক্রন্দন
কবীর বলে, ভাঙলে স্বপন
দেখবি সকল ছ্যাড়াব্যাড়া॥


২৮/০৫/২০২১
মিরপুর, ঢাকা।
(গীতিকবিতা)