আবেগে আকাশ গলে যায় জলে,
সমুদ্র-জল শান্ত শীতল;
তেলাপোকা সব পাখি হয়ে ওড়ে,
ছাগলেরা মাপে সাগরের তল।
          বঙ্গভঙ্গ ব্রিটিশের চাল;
          কারণ, বাঙালি বিদ্রোহী জাতি!
          স্বাধীনতা তরে বাঙালিই প্রথম
          ব্রিটিশের মুখে দিয়েছিলো লাথি।
নাগরিক বাছাইয়ের চালবাজি
বাঙালির মাঝে আনছে বিভেদ,
ছিঁড়ে ফেলো আজ বিভেদের জাল
বাঙালিরা, দিয়ে শক্তি ও স্বেদ।
          আবেগ তাড়িত বাঙালি সকল
          রুখিয়া দাঁড়ায়ে করে প্রতিবাদ,
          শোষণের সব বেড়াজাল ভেঙে
          অসুর-শক্তি করবে নিপাত।
কোথায় সূর্য সেন, ক্ষুদিরাম,
হক সাহেব আর মজনু ফকির?
ভেঙে দিতে এসো মহাবিদ্রোহে
কলাকৌশল এ চালবাজির।
          সুভাষ বসুর তেজোদৃপ্ততা
          জাগাও এবার অনার্য প্রাণে,
          মহামানবের সাগরের তীরে
          বন্দনা হোক আনন্দগানে।


১৮/১২/২০১৯
মিরপুর, ঢাকা।