আমলারা ভাবে সবাই কামলা, তারাই দেশের রাজা,
তাই, তারা খাবে সরিষার তেলে বড়ো বড়ো কই ভাজা।
আর জনগণ বলবে তাদের, 'জ্বী, হুজুর জাঁহাপনা!
আপনারা সবে বাপ-মা মোদের, আমরা কুকুর ছানা'।


ভণ্ডরা আজি আছে সাধু সেজে, দুর্নীতিবাজ ধনী,
ভালো মানুষেরা রহে কোণঠাসা, চারিদিকে রাহাজানি।
নেতাদের কাছে চাটুকার যতো সুবিধাভোগী যে তারা,
ভেলকিবাজির তেলেসমাতিতে কাঁপায় বসুন্ধরা।


অসৎ লোকেরা বড়ো ব্যবসায়ী, জনতার ঘাড়ে বসে
সিণ্ডিকেটের কারসাজি করে লাভের হিসাব কষে।
দেশপ্রেমিক ও শক্র-মিত্র বোঝা আজ বড়ো দায়,
এমন দেশের নাগরিক হয়ে লজ্জা পাচ্ছি, হায়!


ওরে, সবে আয় একাত্তরের শক্তি-চেতন নিয়ে,
ভেঙে ফেল এই আঁধার নিগড় তেজিয়ান বল দিয়ে।
বঙ্গবন্ধুর সোনার বাংলা, বাঙালির প্রিয় দেশ,
অত্যাচার ও অন্যায় কোন থাকবে না তার লেশ।


১৭/১১/২০২০
মিরপুর, ঢাকা।