(১)
কবিতার শব্দের মতোন দামী ও দুষ্প্রাপ্য তুমি।
বারংবার খুঁজে যাই অন্ধকার অরণ্যের মাঝে
তোমার দয়ালু উপস্থিতি আর আঙুলের স্পর্শ;
বিরহকাতর বুকের ভেতরে আনে অনন্য মৌসুমী।


(২)
উবারে চড়েছি কখনো-সখনো আমরা কয়েকবার।
যতবার গেছি রাতের বিদগ্ধ সময়ের কালে
পাশাপাশি বসে, এই কথা, সেই কথা, নানা ভনিতায়;
ততবার তুমি সযতনে যে স্পর্শ দিয়েছো, তা' অমরার।


(৩)
ধরণীর বুকে তুমি এক বসরাই গোলাপের ঝাড়।
পরিশুদ্ধ সেই গোলাপের কলি তোলার ইচ্ছায়
স্বপ্ন নির্মাণের আশায় বাড়ালে সুবর্ণ খচিত হাত;
নির্মম কাঁটার আঘাতে রক্তাক্ত করো তুমি অনিবার।


১১/০১/২০১৯
বদরপুর, চাঁদপুর।