যতোই দূরে যাও না তুমি,
যতোই করো ছলনা;
তোমার পিছু ছাড়বো না গো,
তোমার পিছু ছাড়বো না।


অরুন্ধতীর জ্যোতি নিয়ে
ভুবন মাঝে দাও ছড়িয়ে
তার আলোতে ধন্য আমি
বুঝেও কেনো বুঝো না।


সাত সাগর ও তের নদীর
ওপাড় তুমি থাকো যদি,
বিশ্ব থেকে মহাবিশ্বে
খুঁজবো তোমায় নিরবধি।


দিয়েছো যে আলোর ধারা
জীবন হলো আকুলপারা
ভুবন মাঝে হে প্রিয়তি
নাই যে তোমার তুলনা।


১০/০১/২০২০
মিরপুর, ঢাকা।


(গীতিকবিতা)