লাঙ্গলের মজবুত কঠিন ফলায়,
কোমল মাটির অভ্যন্তর ছিঁড়ে ফেলে
যৌবনদীপ্ত কৃষক। নিজস্ব খেলায়
সৃষ্টি করে ফসলের মাঠ, খোশ দেলে।
অতঃপর, সে রোপন করে শস্যবীজ
পরম সোহাগে। এই জগত-সংসারে
সে যেন স্রষ্টার রতিপতি! মনসিজ
কর্ম করে নিরন্তর, নিত্য, অনির্বারে।


পেলোবিত চারাগুলো সঠিক যতনে
বেড়ে উঠে ক্রমে, এই জগতের মাঝে।
সোনারূপ হেসে ওঠে ভুবনে ভুবনে
অথবা বিচালি, ঘাস মানুষ সমাজে।
সঠিক নিশানা নিয়ে হলে চাষাবাদ,
সমাজ সংসারে হয় সোনার আবাদ।


০৯/০১/২০২২
মিরপুর ঢাকা।