'চাষা' বলে যারে ছোটলোক ভাবো, বলছো মূর্খ গেঁয়ো!
চাষা ও চাষীর পার্থক্যটা এখনো বুঝোনি কেনো?
সে-তো বড় 'চাষা' লেখাপড়া করে সার্টিফিকেট পেয়েও
সংস্কৃতিহীন হতচ্ছাড়া সে, চাষার অধম জেনো।
কাম আর কাজ এক করে ফেলো অর্ধমূর্খ তুমি,
চাষা ও চাষীকে গুলিয়ে ফেলছো আনকালচারড ভূত!
চাষী মানে হলো, নমস্য সে, নেইকো গোয়ার্তমি;
তোমার উদর পূর্ণ করতে বাঁচে কৃষকের পুত।


যত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার,
চাষীদের দানে দয়া করুণাতে লেখাপড়া করে যায়।
ভুলে যায় সব মূর্খের দল, প্রকৃত সারাৎসার!
চাষীর ঘর্মে, রক্তেতে ওরা মোটাতাজা দুনিয়ায়।
চাষীরা দেশের মহা-মহাজন, প্রকৃত মালিক তাঁরা,
সালাম জানাও চাষীদের প্রতি, বেঁচে আছো আজো যারা।


০২/০৬/২০২২
মিরপুর, ঢাকা।