তোমার চোখেতে রেখেছি এ চোখ,
চোখ যেন নয় বিষের শায়ক!
হত্যা করেছে আমার এ মন।
হবে কি বন্ধু, আমার স্বজন?


চোখের জ্যোতিতে অগ্নিফলা,
চেতনে জাগায় বিশৃঙ্খলা।
দাও যদি তুমি বাড়িয়ে দু'হাত,
আলোকিত হবে আঁধারের রাত।


তোমার চোখে কি পড়েছো গো হাতি!
এতো কান্নায় কেনো মাতামাতি?
প্রেমের রঙিন রুমালখানি,
অর্ঘ্য দানিবো, হে অভিমানী।


আমার সকল চেতনার কথা,
তুমি যাকে বলো, প্রেম-উগ্রতা;
সব কিছু আজ দূরে ফেলে দিয়ে
বলবো, প্রিয়তি! ছায়া হও প্রিয়ে।


২৬/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।