যে ছেলেটি পল্লীবালার আঁচল ছেঁড়ে
প্রেম সোহাগের বলয় ছিঁড়ে মরুর বুকে
ঘুরে বেড়ায় তপ্ত রোদের বালুর মাঝে
উটের দেশে গাধার সাথে কষ্ট করে;
রক্ত বেঁচে অর্থ পাঠায় দেশের তরে
পরিবারের সুখের তরে কিনতে হাসি,
সেই ছেলেটি তরুণকান্তি আমারই ভাই
অথবা সে আমার ছেলে দীপ্ত জোয়ান।
জীবন যুদ্ধে লড়ছে আজি কঠিন পথে
তাকে আজি সালাম জানাই ভালোবেসে।


বৈদিশিকের মুুদ্রা এনে দিচ্ছে দেশে
শনৈঃ শনৈঃ উন্নয়নের পথে এ দেশ
কার অবদান, সেই কথা কি বলতে পারো?
আপন করে ভাবছো কি তা, কখনো কি?
সে ছেলেটা দুঃখজয়ী মায়ের ছেলে।
বিশ্বজয়ের অঙ্গীকারে কষ্ট করে
দেশের তরে দশের তরে প্রাণের টানে
আমার দেশের ঘোর সময়ের প্রয়োজনে।
এসো সবাই তাকে আমরা সালাম জানাই
ভালোবাসায় সালাম জানাই, সালাম জানাই...


৩০/০৬/২০১৮
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।