সেদিনের সেই উত্তাল দিনগুলো
ছবির মতোন আজকেও উঠে ভেসে;
বারুদে বোমায় রাইফেল কার্তুজে
যুদ্ধের মাঠে মুক্তির আস্বাদে।


সম্মুখে সেনা পরিচিত শত্রুরা
মুক্তি-নেশায় রক্তে উঠে যে বান;
নিসপিস করে শত্রু হননস্পৃহা
যুদ্ধের মাঠে বিধ্বংসী উল্লাসে।


ঘরেতে আমার পিতার রক্ত লাল
মায়ের বদনে বিদ্রুপ চিৎকার
বোনের শরীরে বিধবার সাদা শাড়ি
এ ছিলো প্রেরণা মোহহীন যুদ্ধের। ।


নয় মাস ধরে রক্তহোলির শেষে
বিজয় নিশান বিশ্বাসে তুলে ধরি;
শহীদ সাথীর মৃত্যুতে আজো কাঁদি
প্রদীপ জ্বালাই তাঁদের স্মরণে নিতি।


মুক্তির পথে দৃপ্ত পদক্ষেপে
জাগলো আবার একাত্তরের গানে;
জ্যান্ত-দানব আছে যতো এই দেশে
ধ্বংস করবো আগ্নেয় উত্তাপে।


লেবাসের তলে রেখেছো হিংস্র থাবা
পোড় খাওয়া মন বুঝে গেছে সব আজ;
বিজিত শত্রু পাল্টানো বোল তুলে
ধ্বংসে মেতেছে আসুরিক উৎসবে।

২৭/০৩/২০২১
মিরপুর, ঢাকা।