কে বলে রে ভাই, প্রেম-ই আগুন!
শোন, বলি আমি- তা' যে হলো ছাই!
জীবনের শেষ অবশেষ প্রেম,
অভিজ্ঞতার আলোকে জানাই।


পরস্পরের স্বার্থের তীর
ছুঁড়ে দিয়ে বলি- প্রেমী আমরাও,
ভালোবাসা শুধু অন্তর জ্বালে
কখনো কেহই হয় না যে কারো।


আগুন যখন শেষ হয়ে যায়
অবশেষ থাকে ক্ষাণিকটা জ্ঞান,
নিরীক্ষণের সমীক্ষণেতে
ছাই বলে তাকে অভিজ্ঞ প্রাণ।


০৫/০৪/২০১৯
মিরপুর, ঢাকা।