কবির চেয়ে বৃহৎ কবি
       শুদ্ধ মানুষ যে জন,
ভালোবাসার বীণার তারে
      তোলে অনুরণন।


বিশ্ব জুড়ে অন্য ভাষায়
      এমন শব্দ নাই,
পরের শ্রী দেখলে নিজে
      দুঃখে পুড়ে ছাই!


এ পরশ্রীকাতরতা
      বাংলায় ভাষায় আছে,
আমের মুকুল ফলাতে চায়
      আইট্টা কলার গাছে।


নিজের মুরোদ নাই যে কোন
      পরের ছিদ্র খুঁজে,
গুণতে গুণতে পরের ছিদ্র
      জীবন যাবে গুজে।


কবির ভাষা স্বর্গলোকের
      শুভ্র জ্যোতির রশ্মি,
সত্য কথায় আলোক ছড়ায়
      তাঁর কলমের মসি।


কবি সে জন দীপ্ত বচন,
      হৃদয় তাঁর উদার;
নিজকে নিজে কবি বলেন-
      সে তো দুরাচার।


আয়, কবি ভাই! বুকে নিয়ে
      সত্যালোকের জ্যোতি,
নিন্দুকেরা নরক বানায়
      নীল অমরাবতী।


কবি হওয়ার আগে তুমি
      শুদ্ধ মানুষ হও,
সত্য এবং সুন্দরতায়
      সঠিক কথা কও।


২১/০২/২০১৮
আহম্মদ নগর, মিরপুর-১, ঢাকা।