শীতসকালের নরমরোদের তপ্ত ভালোবাসা
ছড়িয়ে দিলে আমার বুকে, ওগো সূর্যমেয়ে!
কুয়াশামেঘ আলোছায়ায় জুবুথুবু যখন,
কোমল পরশ বুলিয়ে দিলে শিমুল তুলার স্নেহে।
রোজদুপুরে আমি যখন বারান্দাতে বসে
লকলকিয়ে বেড়ে উঠা নিত্য সবুজ দেখি;
তখন আমার মনের টবে শখের চারা হয়ে
প্রত্যহ যে বেড়ে উঠে স্নিগ্ধ ছোঁয়া দিলে।
বিকেলবেলার ধূসরআকাশ দুঃখ যখন ফেলে,
তাদের ভীড়ে আমার এ চোখ নীলের আলো খোঁজে;
তখন তুমি রঙধনু রঙ সারা গায়ে মেখে
আমার ভুবন রাঙিয়ে তোল অন্য আকাশ হয়ে।
দিনেরশেষের গোধূলিতে একা একা ভাবি-
নিঃসঙ্গ রাত এসে বুঝি নিদ্রা কেড়ে নিয়ে
দুঃখশিশির ছড়িয়ে দেবে আমার নয়ন জুড়ে;
রঙিন আলোর ভেলায় এসে আকাশ রাঙাও তুমি!
শিশিরভেজা নিশুতরাতে ফিনকিফোটা চাঁদ
আশা করে আমি যখন ক্লান্ত হয়ে ভাবি-
চান্নিপসর রাইতের মতোন আলোয় মাতুক রাত;
তখন তুমি জ্যোৎস্না হয়ে জড়িয়ে ধরো শেষে।


১৫/০১/২০১৮
মিরপুর, ঢাকা।