'লোকে কি বললো, অথবা বললো না;
তার ধার ধারি না'।
এমন দুর্বিনীত দুঃসাহসী, কখনো ছিলাম না,
এখন যে হয়েছি, তা-ও না।
তবুও, অন্ধকারে পাতাল ছায়ায় বুক-পানিতে নেমে
তোমার সাথে মিলেমিশে মাছ ধরি
নিঝুম রাতের শান্ত শরীরের তীর ঘেঁসে।
গল্প করি চোখে চোখ রেখে, হাতে হাত;
পাখি হয়ে উড়ে যাই সকলের অগোচরে।।


কে কারে ভুলিয়ে ভালিয়ে এখানে এনেছে,
এ বিষাক্ত মরণের পথে!
কে কারে ডুবিয়ে দিয়েছে জলের গহীনে,
খাদের গভীরে, নীল স্রোতে, চোরাবালির গহ্বরে;
এ সকল অবান্তর কথা, সবকিছু নিরর্থক আজ।
দিগন্তজোড়া আকাশের পরিধির মাঝে
এক জোড়া দ্বাদশীর চাঁদ জ্বলে আর নিভে,
নিভে আর জ্বলে- তুমি আর আমি, জাগি আর ডুবি।


পথ হারিয়েছি পথের সীমানা শেষে;
ফিরতে চাই না আর ফেলে আসা পথে।
ফিরতে চাই না চার দেয়ালের ঘরে,
বারান্দায়, রেস্ট্রুরেন্টে, সিনেপ্লেক্সে,
সমাজের সাজানো-গোছানো শো-কেসের তাকে।
জড়িয়ে আছি পরস্পর মৃত্যুর আস্বাদ নিতে,
বুকের পাঁজরে সুখের আবেশ অনুভব করি,
মসৃণ হাতের অপার্থিব অনন্য ছোঁয়ায়।


০৪/০৭/২০২০
মিরপুর, ঢাকা।