আমরা দুজনে যখন তখন এক সাথে মিলে মিশে
বিকেলের ছায়া, নদীর মমতা পাশাপাশি বসে দেখি।
খুনশুটি করি, বাদাম চিবুই, এটা সেটা কতো কিছু!
লাল সন্ধ্যার রূপ অপরূপ উপভোগ করি হেসে।
কখনো সখনো বহু দূর পথ রিক্মা গাড়িতে করে
কথায় কথায় দুজনে হারাই অবাস্তবের দেশে।


বলো, কবে হবে, সেই সব দিন, আমরা দুজনে বসে
সূর্যাস্তের মোলায়েম আলো দেখবো নদীর তীরে;
সূর্যোদয়ের অরূপ মহিমা আমাদের চোখে মুখে
হেসে খেলে যাবে প্রভাতের আলো; পাখির কাকলি সনে    
ছেঁড়া ছেঁড়া কথা বলতে বলতে কখোন নদীতে যাবো?
কবিতার মতো সুখের দুনিয়া আমাদের কবে হবে?
ভালোবাসা খেলা আর কতোকাল চলবে এমনি করে?
যখনি শুধাই চুপ করে থাকো, বলো না যে কিছু তুমি।


২৮/০২/২০২০
মিরপুর, ঢাকা।