ফোঁসফাঁস করি' ঢুঁসঢাঁস মারি কয়েক প্রহর মাত্র,
বাজপাখি এসে নিয়ে যাবে শেষে নিস্তেজ হলে গাত্র।
দূরে বসে তিনি হাসে রিনিঝিনি, থাকবে ক'দিন মর্ত্যে!
ইচ্ছে-খেলার বেলা যে তোমার ডুববে আঁধার গর্তে।
সময়ের খেলা করে অবহেলা মুক্তি পায় না ধূর্ত,
হবে অসহায় সারা দুনিয়ায়- সত্য এবং মূর্ত।


০৭/০২/২০২২
মিরপুর, ঢাকা।